Shwopno Bazar
EN

Shwopno Bazar

Terms and Conditons


১. ভূমিকাঃ

স্বপ্ন বাজার -এ আপনাকে স্বাগতম!

এই শর্তাবলী Shwopno Bazar-এর ওয়েবসাইট ব্যবহারের জন্য নিয়ম ও প্রবিধানের রূপরেখা দেয়, যা Shwopno Bazar-এ উপস্থিত। আপনি যেহেতু এই ওয়েবসাইটে প্রবেশ করেছেন তাহলে আমরা ধরে নিচ্ছি যে, আপনি আমাদের শর্তাবলী স্বীকার করেছেন। আপনি যদি এই পৃষ্ঠায় উল্লিখিত সকল শর্তাবলী মেনে নিতে সম্মত না হন তবে Shwopno Bazar ব্যবহার না করাটাই আপনার জন্য শ্রেয়।


২. পণ্য এবং পরিসেবাঃ

আমরা যেহেতু কোন পণ্য নিজেরা প্রস্তুত করি না তাই পণ্যের বিষয়ে যেকোন অভিযোগ থাকলে আমাদের জানাতে পারেন আমাদের রিটার্ন পলিসি অনুযায়ী পণ্যটি পরিবর্তন করে দেয়া হবে, এবং আপনি যদি এডভান্স পেমেন্ট করে থাকেন তাহলে আপনার এডভান্সকৃত টাকা আমাদের রিটার্ন পলিসি অনুযায়ী আমরা আপনাকে রিফান্ড করে দিব। আমাদের রিফান্ড পলিসি সম্পর্কে জানতে রিফান্ড পলিসি সেকশনে গিয়ে দেখে নিতে পারেন।


৩. অর্ডার প্রসেসিংঃ

Shwopno Bazar সর্বদা ভালো মানের পণ্য আপনার কাছে পৌঁছে দিতে অঙ্গীকার বদ্ধ। আমাদের সমস্ত পণ‍্য আমরা আমাদের দক্ষ কোয়ালিটি কন্ট্রোল ইউনিট এর মাধ্যমে যাচাই বাচাই করে আপনার কাছে পৌঁছে দিয়ে থাকি। আমরা যেহেতু বিভিন্ন ভেন্ডার এর কাছ থেকে পণ্য সংগ্রহ করে থাকি তাই আমাদের কোয়ালিটি কন্ট্রোল ইউনিট যদি পণ্যটি ত্রুটিপূর্ণ মনে করে তাহলে আমরা সেই পণ্য ডেলিভারি করা থেকে বিরত থাকি। এছাড়াও পণ্যটি স্টকের বাইরে থাকলে, মূল্য নির্ধারণের ত্রুটি থাকলে, এবং আমাদের যদি সন্দেহ হয় যে অর্ডারটি প্রতারণামূলক সেক্ষেত্রে আমরা অর্ডার গ্রহণ করা থেকে বিরত থাকতে পারি এবং সেই অর্ডারটি ক্যান্সেল করতেও পারি। সেক্ষেত্রে আপনাকে কল বা মেসেজ দ্বারা অবহিত করা হবে।


৪. পেমেন্টঃ

Shwopno Bazar ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট পদ্ধতি প্রদান করে। ওয়েবসাইটে তালিকাভুক্ত অর্থপ্রদানের পদ্ধতিগুলির একটি ব্যবহার করে আপনি যে পণ্য এবং পরিসেবা গুলি ওয়েবসাইটে অর্ডার করেন তার জন্য আপনাকে অবশ্যই অর্থ প্রদান করতে হবে। আমরা যেকোনো সময় ওয়েবসাইটে গৃহীত অর্থপ্রদানের পদ্ধতিগুলি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করি।


৫. ডেলিভারিঃ

আপনার অর্ডারকৃত পণ্যটি আমরা সঠিক সময়ে যাচাই বাচাই করে আপনার গন্তঁব্যে পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করব। যেহেতু আমাদের সমস্থ জায়গায় নিজস্ব ডেলিভারি ম্যানকে দিয়ে ডেলিভারি করা সম্ভব না তাই আমরা বিভিন্ন কুরিয়ার এর মাধ্যমে আপনার পণ্যটি সরবরাহ করে থাকি সেক্ষেত্রে ডেলিভারিতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে। তবে আমাদের সর্বদা চেষ্টা থাকবে সঠিক সময়ে সঠিক পণ্যটি আপনার কাছে পৌঁছে দেয়ার।


৬. শর্তাবলী পরিবর্তনঃ

আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করি।


৭. অঙ্গীকারঃ

Shwopno Bazar আপনার গোপনীয়তা রক্ষা এবং মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের প্রযোজ্য ডেটা সুরক্ষা এবং গোপনীয়তা আইন অনুযায়ী।

Shwopno Bazar
Shwopno Bazar

Hello! 👋🏼 What can we do for you?

06:19